ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মঙ্গলবার সকাল ১১টায় বাসচাপায় দুই পথচারী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাঁও গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে আব্দুল আওয়াল (৪৫)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি গাড়ি (ঢাকা মেট্রো-ব ১১-০৭৭১) নতুনব্রিজ এলাকায় এসে ব্রেক ফেল করে পথচারীদের চাপা দিয়ে ঢাকা এক্সপ্রেস নামে আরেকটি যাত্রীবাহী দাঁড়ানো গাড়িকে (ঢাকা মেট্রো-ব ১১-১৫৬৯) পিছন দিকে ধাক্কা দেয়।
এতে দুইজন পথচারী নিহত হয় এবং আহত হয় ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে এবং নিহতের মরদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করে।