ফুসফুসের ক্যান্সার ও বুকের ভিতরে টিউমার রোগে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে মামুন।
মামুনের বাসা কলাপাড়ার নতুন বাজারের কামারপট্টি। ২৬ বছর বয়সের এক তরুণ যার জীবন যুদ্ধ সবে শুরু, কিন্তু এই অবেলায় সে ক্যান্সারে আক্রান্ত। নিজেদের সঞ্চয় থেকে এতদিন চিকিৎসা চালাচ্ছিলো মামুনের বাবা নান্নু গাজী। কিন্তু করোনার নির্মম থাবায় মামুনের বাবা-মা আজ অসহায়।
এমতাবস্থায় সমাজের বিত্তবানদের কাছে মামুনের জন্য সাহায্যের আবেদন করছি।
আপনাদের সামান্য সহায়তায় বাবাকে ফিরে পাবে একটি ৩ বছরের অবুঝ শিশু। হোক সামান্য তবুও আপনার সহায়তা আজ মামুনের বড্ড প্রয়োজন।
মামুনকে সাহায্য করতে বিকাশ করুন এই নম্বরে- 01626280677 (পারসোনাল)
মামুনের স্থায়ী ঠিকানাঃ
২ নং ওয়ার্ড, কামারপট্টি, নতুন বাজার
কলাপাড়া, পটুয়াখালী।
জয় হোক মানবতার, সুস্থ হোক পৃথিবী।