December 27, 2024, 12:11 pm

স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক পুরষ্কার পেলেন বাংলাদেশী নার্স মিতালি কর্মকার

আলিফ মাহমুদ কায়সার কুমিল্লা প্রতিনিধি ঃ
  • Update Time : Tuesday, August 4, 2020,
  • 318 Time View

কুমিল্লা চান্দিনার দোল্লাই নবাবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিতালি রেডিও সার্ভিস এর স্বত্ত্বাধিকারী
স্বর্গীয় রতন কর্মকারের জৈষ্ঠ্য কন্যা মিতালি রানী কর্মকার গ্লোবাল হিউম্যানিটেরিয়ান এ্যওয়ার্ড অর্জন। করোনা সেবায় বাংলাদেশী নার্স হিসেবে সর্বোচ্চ অর্জনে এ পুরুস্কার লাভ করেন তিনি।
মিতালি কর্মকার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজ (এনআইসিভিডি) তে সিনিয়র স্টাফ হিসেবে কর্মরত আছেন। গত ২৮ই জুন আমেরিকায় World Humanitarian Drive অফিস থেকে আন্তর্জাতিকভাবে এই স্বীকৃতি দেয়া হয়।জানা যায় এই ইভেন্টে ৫০ টি দেশের ৬০ হাজার প্রার্থী অংশগ্রহণ করেন। মোট ১২ টি ক্যাটাগরিতে এই এ্যাওয়ার্ড দেয়া হয়। করোনায় ফ্রন্টলাইন ফাইটার্স হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় তাকে এই পুরষ্কারে মনোনীত করা হয়েছে। ১২ ক্যাটাগরীতে মেডিকেল সার্ভিস রয়েছে ১ম ক্যাটাগরিতে।
মিতালি রানী কর্মকার ২০১৬ সালে সরকারি চাকরিতে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগদান করেন। দেশে করোনা মোকাবিলায় তিনি ২৭ এপ্রিল থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে করোনা আইসোলেশনে নার্স হিসেবে রোগীদের সেবায় নিয়োজিত আছেন। এবং করোনা রোগীর সেবা দিতে গিয়ে ১৫ই মে নিজেই করোনায় আক্রান্ত হন৷ পরে ২৭ মে করোনা নেগেটিভ আসার পরে পরবর্তীতে ১৪ই জুন পূনরায় করোনা আইসোলেশনে কাজ করা শুরু করেন। নার্সিং পেশার পাশাপাশি তিনি নানা সমাজ সংগঠনমূলক কাজে জড়িত। তিনি সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটসের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে করোনা মোকাবেলায় নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে মিতালী রানী কর্মকার বলেন, এটা তার জীবনের সবচেয়ে বড় অর্জন। করোনা মোকাবিলায় তার কাজের স্বীকৃতি স্বরুপ এই পুরষ্কার তার কাজের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। করোনা মোকাবিলায় তিনি সর্বোচ্চ নার্সিং সেবা দিতে দেশের সকল নার্সদের প্রতি অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71