নেত্রকোনার মদন উপজেলার হাওরে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোবিন্দ্রশ্রী গ্রামের কাছে হাওরে এই ট্রলারডুবির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।
ইউএনও বলেন, ট্রলারের যাত্রীদের মধ্যে ময়মনসিংহের একটি মাদ্রাসা শিক্ষার্থী এবং মদন উপজেলার তেলিগাতি ইউনিয়নের যাত্রী ছিলেন। মোট ৪৬ জন ওই ট্রলারে ছিলেন।
ট্রলারডুবির পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করেন। পরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা এসে আরো ১৫ জনের লাশ উদ্ধার করেন। এ পর্যন্ত মোট ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে ।