বুকের দুধ থেকে শিশুদের কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি নগণ্য বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শিশুকে মায়ের বুকের দুধ দিয়ে যেতে পরামর্শ দেয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাকশন ইন হেলথ সিস্টেম ইউনিটের প্রধান ডা. লরেন্স গ্রুমার-স্ট্রেন’র বরাত দিয়ে ইউএন নিউজ জানায়, ‘ডব্লিউএইচও তার সুপারিশগুলোতে একেবারে স্পষ্ট করে বলেছে যে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়া উচিত।
ডা. লরেন্স বলেন, ‘আমরা কখনও, বিশ্বের কোথাও বুকের দুধের মাধ্যমে কোনো (কোভিড-১৯) সংক্রমণের ঘটনা নথিভুক্ত করিনি। এছাড়া মায়ের বুকের দুধ না খাওয়ায় বিশ্বজুড়ে বছরে আট লাখ ২০ হাজার শিশুর মৃত্যু হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থারমতে, টানা ছয় মাস শিশুকে বুকের দুধ খাওয়ানোর ফলে শিশু এবং মায়েরা অনেক উপকৃত হয় যা নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।
মায়ের বুকের দুধ থেকে শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হয় যা শিশুদের বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে রক্ষা করে।