‘লাগাই গাছ বাড়াই বন’ এ প্রতিপাদ্যে দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা বন সংরক্ষক কর্মকর্তা মো. মশিউর রহমান। শনিবার সকাল থেকে দিনভর উপজেলার গোলখালী ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থবছরের ভেড়িবাধ বনায়নের সিইআইপি-১ প্রকল্পের আওতায় ৪০ হাজার ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ কাজ শুরু করেন। এ সময় মো. মশিউর রহমান বলেন, ওয়াপদার ভেড়িবাধে ২০১৯-২০২০ অর্থবছরের বনায়নের সিইআইপি-১ প্রকল্পের আওতায় ৪০ হাজার ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ করা হচ্ছে। জলবায়ূর পরিবর্তন রোধে সামাজিক বনায়নের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, মানুষের জীবন বাঁচাতে বৃক্ষের গুরুত্ব অনেক। প্রধানমন্ত্রীর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কাজেই আমরা সবাই এ বর্ষায় গাছ রোপন করে দেশকে আরো প্রাকৃতিকবন্ধন হিসাবে গড়ে তুলতে চাই। গোলখালী ইউনিয়নের যুবলীগ নেতা মো. নাসির উদ্দিন প্যাদা বলেন, ভেড়িবাধে গাছ লাগানোর ফলে বন্যা সহ বিভিন্ন প্রকৃতিক দুর্যোগে এলাকাবাসী রক্ষা পাবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, ওয়াপদার ভেড়িবাধে বনায়নের কাজ চলছে। এতে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হচ্ছে।