December 23, 2024, 7:22 am

শতাধিক ফলের চারা রোপন করলেন বরগুনা জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ

এম.এস রিয়াদ,বরগুনা জেলা প্রতিনিধি:
  • Update Time : Sunday, August 9, 2020,
  • 231 Time View

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের মোট সতের সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্ব-পরিবারে বিপদগামী কিছু বিশ্বাসঘাতক বাঙালী সেনাবাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। তাঁর এই আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এক স্বাধীন ও সার্বভৌম লাল-সবুজের একখন্ড ভূখন্ডে বসবাস করছে বীর বাঙালী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এঁর নব্বই (৯০) তম শুভ জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশ, বরগুনা জেলা শাখা’র ভিন্নধর্মী এক উদ্যোগে শহরের বিভিন্ন বসত বাড়িতে শতাধিক ফলের চারা গাছ রোপন করা হয়েছে।

এসময় জেলা শাখার সভাপতি মাহমুদ মিরাজ, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ্ রিয়াদ সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এঁর নব্বই (৯০) তম শুভ জন্মদিন উপলক্ষ্যে আগামি ১৬ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে শত (১০০) শব্দের কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্য থেকে বাছাইকৃত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে পুরুষ্কার ও সনদ প্রদান করবেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশ, বরগুনা জেলা শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71