ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।
সোমবার (১০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমানের আদালতে এ মামলাটি করেন তিনি। আদালত এ বিষয় এখনো আদেশ দেয়নি।
ব্যবসায়ীর নাম মোহাম্মদ সোহেল। তিনি কোতোয়ালী থানা এলাকায় কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত।
আদালতের প্রসেস সার্ভার শাহরিয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।