পটুয়াখালী-১ আসনের সাবেক সাংসদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম হাবিবুর রহমান ৩৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় কবরস্থান জিয়ারত করেন তার পরিবার।
এ ছাড়া আজ জোহরবাদ চড়পাড়া জামে মসজিদে এবং বাসায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনষ্ঠিত হয়েছে। এ সময় জেলা আওয়ামীলী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুম হাবিব মিয়া জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক,জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ,বিশিষ্ট মুক্তিযোদ্ধা, পটুয়াখালী বনিক সমিতির সভাপতি.জেলা রিক্সা চালক সমিতির সভাপতিসহ বহু সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।