খুলনা মহানগরীতে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ আগস্ট) দুপুরে খুলনা জিলা স্কুলের পাশের সড়কে ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীরা জানান, দুপুর ৩টার দিকে খুলনার মডার্ণ সি-ফুড অফিসের ১৪ লাখ টাকা ব্যাংক থেকে তুলে ফেরছিলেন তারা। পথিমধ্যে জিলা স্কুলের পাশের সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে দুইজন দুর্বৃত্ত এসে গাড়ির পথ আটকায়।
এসময় দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র তাক করে গাড়িতে থাকা ১৪ লাখ টাকা ছিনতাই করে দ্রুত স্থান ত্যাগ করে। ছিনতাইয়ের সময়ে গাড়িতে খুলনার মডার্ণ সি-ফুডের ম্যানেজার ও কর্মচারীরা ছিলেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে মৌখিকভাবে জানার পরে ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পরীক্ষার চেষ্টা চলছে। ফুটেজ পাওয়া গেলে ছিনতাইকারীদের শনাক্ত করা সহজ হবে। তবে সড়কের অধিকাংশ সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন।