January 7, 2025, 4:02 pm

পশ্চিমা অপপ্রচার রুখতে এক হয়েছেন ইরান ও রাশিয়া

অনলাইন ডেস্ক
  • Update Time : Wednesday, August 12, 2020,
  • 76 Time View

পশ্চিমা গণমাধ্যমের অপপ্রচার ও অবাস্তব খবর তৈরির বিরুদ্ধে দ্বিপক্ষীয় সহযোগিতা গড়ে তুলতে সম্মত হয়েছে ইরান ও রাশিয়া।

এ বিষয়ে দু’দেশের মধ্যে কীভাবে সহযোগিতা বাড়ানো যায় তা নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন তার ইরানি সমকক্ষ সাইয়্যেদ আব্বাস মুসাভি।

এ সময় দুই মুখপাত্র বলেন, পশ্চিমা গণমাধ্যমগুলো মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার যে দাবি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর। মুসাভি ও জাখারোভা বলেন, পশ্চিমা গণমাধ্যমগুলো এসব দেশের আগ্রাসী ও যুদ্ধবাজ নীতি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তারা অবাস্তব ও কল্পিত খবর প্রচার করে পাশ্চাত্যের স্বার্থ ষোলআনা আদায় করে নেয়ার কাজ করে যাচ্ছে।

ভিডিও কনফারেন্সে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা ইরান ও রাশিয়ার গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সফর বিনিময়, দু’দেশের কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণে পরস্পরকে সহযোগিতা করাসহ গণমাধ্যম বিষয়ক দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71