January 7, 2025, 3:54 pm

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বেঙ্গালুরুতে সহিংসতা, নিহত ৩, ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক
  • Update Time : Wednesday, August 12, 2020,
  • 74 Time View

সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের বেঙ্গালুরু। সংঘর্ষে এখনও পর্যন্ত ৩ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৬০ পুলিশ সদস্য। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার ১১০।

সংঘর্ষের সূত্রপাত কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাগ্নের একটি ফেসবুক পোস্ট ঘিরে। গতকাল ফেসবুকে একটি ‘বিতর্কিত’ পোস্ট করেন ওই নেতার ভাগ্নে। তারপরই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্ঠি হয়। রাতে মূর্তির বাসভবনের সামনে বিক্ষোভ শুরু হয়।

বাড়ি লক্ষ্য করে চলে ইট পাথর নিক্ষেপ। ২-৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উৎসুক জনতা। এরপর, ডিজে হাল্লি থানায় গিয়ে ভাঙচুর চালায় হামলাকারীরা।

ঘটনা সামাল দিতে ডিজে হাল্লি ও কেজি হাল্লি অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। সংঘর্ষ থামাতে গেলে অতিরিক্ত কমিশনারসহ ৬০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমাই বলেন, ঘটনার তদন্ত করা হবে। হিংসা ও ভাঙচুর বরদাস্ত করা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71