করোনা ভাইরাসের কারণে প্রায় পাঁচ মাস পর ১৮ আগস্ট থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আপাতত ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে সপ্তাহে দু’দিন ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়াত্ত এ উড়োজাহাজ সংস্থা।
বুধবার (১২ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সপ্তাহের প্রতি মঙ্গলবার ও শুক্রবার কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনা করবে বিমান। বিজি০৮৬ ফ্লাইট ঢাকা থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে অবতরণ করবে।
কুয়ালালামপুর থেকে বিজি০৮৭ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিটে ছেড়ে বাংলাদেশ সময় ভোর ৪টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
মালয়েশিয়ার নির্ধারিত ক্যাটাগরির যাত্রীরাই দেশটিতে ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের কোভিড-১৯ নির্দেশনা মেনে ভ্রমণ করতে হবে।