রুদ্ধশ্বাস ম্যাচে আটলান্টাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন নেইমাররা। ম্যাচের শেষ তিন মিনিটে চমক দেখিয়ে আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
প্যারিস সাঁ জারমাঁর পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবস স্মরণীয় হয়ে থাকল নাটকীয় জয়ে। নেপথ্যে কিলিয়ান এমবাপে, মার্কোস আয়োস ও চৌপো মোতিং।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হয়।
লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আটলান্টার বিরুদ্ধে এমবাপেকে ছাড়াই দল নামিয়েছিলেন পিএসজি ম্যানেজার থোমাস টুহেল। ২৫ মিনিটে মারিয়ো পাসালিচের গোলে পিছিয়ে পড়েন নেমার দা সিলভা স্যান্টোসেরা।
এই পরিস্থিতিতে ম্যাচের ৬০ মিনিটে এমবাপেকে নামান টুহেল। এর পরেই বদলে যায় ছবিটা। ৯০ মিনিটে গোল শোধ করেন মার্কোস, সংযুক্ত সময়ে জয়সূচক গোল করেন মোতিং।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো লিগের সেমিতে উঠল ফরাসিরা। ১৯৯৫ সালে শেষবারের মতো তাদের দেখা গেছে এই লিগের সেমি ফাইনালে।