December 25, 2024, 6:26 pm

গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • Update Time : Saturday, August 15, 2020,
  • 119 Time View

ছবি গলাচিপা এস.এম শাহজাদা এমপি বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, বাঙ্গালীজাতি এবং তার ইতিহাসকে সমৃদ্ধ করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে জাতীয় শোক দিবসে ঐক্যবদ্ধ ভাবে দেশ ও মানুষের উন্নয়নের কাজে সকলকে আহবান জানান। গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি নিয়ে ১৫আগষ্ট/২০ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তিনি এ কথা বলেন। গলাচিপা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচির মধ্যে জাতির জনকের প্রতিকৃতিতে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পুষ্প স্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্য দান শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরন করে আলোচনসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সুধী সহ, বেসরকারি প্রতিষ্ঠান কালো ব্যাচ ধারণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার নির্বাচিত সংসদ সদস্য জননেতা এস.এম শাহজাদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ্, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা প্রকৌশলী মীর মাহেদুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব রহমান শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওলিউল্লাহ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উপজেলা বন সংরক্ষন কর্মকর্তা মো. মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙ্গালী জাতির উন্নয়নে এবং বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান এর স্বপ্নে গড়া সোনার বাংলা বি-নির্মাণে সকলকে বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজকরার আহবান জানান। এছাড়া সরকারি ভাবে বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, মোনাজাত, এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। অন্যদিকে গলাচিপা উপজেলা আ’লীগের উদ্যোগে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, পৌর আ’লীগ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। উপজেলা আ’লীগ কার্যালয়ে আ’লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে’র সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার নির্বাচিত সংসদ সদস্য জননেতা এস.এম শাহজাদা, উপজেলা চেয়ারম্যান মো. শাহিন শাহ্, আ’লীগ সহ-সভাপতি হাজী মজিবর রহমান প্যাদা, আ’লীগের ত্যাগী নেতা মাইনুল ইসলাম রনো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পৌর আ’লীগ নেতা রুবেল হোসেন, যুবলীগ নেতা আলমগীর হোসাইন, ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফসহ নের্তৃবৃন্দ। আ’লীগ অফিস সূত্রে জানা যায়, আলোচনা শেষে আ’লীগ কার্যালয় আছরের নামাজ শেষে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71