বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা আওয়ামী লীগ অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদসহ আরো অনেকে।
পরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পন করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও পুলিশ সুপার এএইচএম আব্দুর রাকিব। এদিকে দিবসটি পালনে জেলা প্রশাসন, বিচার বিভাগ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।