January 4, 2025, 11:44 am

নোয়াখালীতে জাতীয় শোক দিবস পালিত

অনলাইন ডেস্ক
  • Update Time : Saturday, August 15, 2020,
  • 99 Time View
National Mourning Day is celebrated in Noakhali

বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত্বিতে শ্রদ্ধা জানান নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম, পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী একরামুল হক ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারী বে-সরকারী সংগঠনের প্রতিনিধিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংসদ একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃত্বিতে পুষ্প অর্পন ও জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম, পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, জেলা পরিষদের নির্বাহী প্রধান ড. মাহে আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী একরামুল হকসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71