ওইআজ শোকাবহ ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয়শোক দিবস। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার দিন সকাল ৮ টা ৩০ মিনিটেে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু একাডেমি সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় জেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন জেলার সকল অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এ সময় জনতার মেয়র মহিউদ্দিন তার পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উপস্থিত ছিলেন ছিলেন জেলা উপজেলার ছোট বড় সকল নেতৃবৃন্দ।
এঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কাজী কানিজ সুলতানা হেলেন, জেলার পুলিশ সুপার মইনুল হাসান পিপিএম, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; বীর মুক্তিযোদ্ধা জনাব ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; এছাড়া আরো উপস্থিত ছিলেন এডভোকেট গোলাম সরোয়ার উপজেলা চেয়ারম্যান পটুয়াখালী সদর, আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার পটুয়াখালী জেলা শাখা, এসময় আরো উপস্থিত ছিলেন মহান স্বাধীনতার সময় যাদের প্রধান ভূমিকা ছিল সেই সকল মুক্তিযোদ্ধারা, পটুয়াখালী জেলার সিভিল সার্জন, এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি জেলা পুলিশ সুপার সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন জেলা প্রশাসক মােঃ মতিউল ইসলাম চৌধুরী, এসময় জেলা পুলিশ সুপার আরও বলেন ১৯৭৫ সালের এই দিনে নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ডে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এদিকে জনতার মেয়র মহিউদ্দিন আহমেদ বেশকিছু মসজিদে এতিম মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা করেন মহামারী কর্ণার সময় সুস্বাদু খাবার পেয়ে অনেকেই আনন্দিত ছিলেন দেখা যায়।