প্রাণঘাতি করোনা ভাইরাসে নাজেহাল ভারত। প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ফলে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৯৬ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৪৯ হাজার ৩৬ জন।
শনিবার (১৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
সংবাদমাধ্যমটি জানায়, ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৫ হাজার ২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ লাখ ২৬ হাজার ১৯২। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮ হাজার ৯৩৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৩৮১ জন। সুস্থতার হার ৭০ শতাংশের বেশি।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা ও গুজরাট।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ১৯ হাজার ৪২৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৫ হাজার ৫১৪ জন এবং দিল্লিতে ৪ হাজার ১৭৮ জন।