গাজীপুর যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলায় কালো ব্যাচ ধারণ, আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকুতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে গাজীপুর মহানগর যুবলীগসহ অন্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, জিএমপি পুলিশ, জেলা পুলিশ, সিটি করপোরেশন, জেলা পরিষদ, মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারী, বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।