করোনা পরস্থিতিরি কারণে গত ২৪ র্মাচ থকেে র্দীঘ ৫ মাস বন্ধ থাকার পর আরো ১৩ জোড়া ট্রনে চলাচল শুরু হয়ছে। এর আগে গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রনে চালু করা হয়। এরপর ৩ জুন দ্বতিীয় দফায় আরও ১১ জোড়া আন্তনগর ট্রনে চলাচল বাড়ানো হয়। তবে কছিুদনি পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রনে চলাচল আবারো বন্ধ হয়ে যায়।
এরই ধারাবাহকিতায় নতুন করে আরও ১২ জোড়া আন্তনগর ও এক জোড়া কমউিটার ট্রনেসহ মোট ১৩ জোড়া ট্রনে নতুন করে চলাচল শুরু হয়ছেে আজ রোববার থকে। র্পযায়ক্রমে সব রুটরে যাত্রীবাহী আন্তনগর ট্রনে চালু করার সদ্ধিান্ত নয়িছেে রলেওয়।
সম্প্রতি বাংলাদশে রলেওয়রে উপ-পরচিালক (টটি) খায়রুল কবরি স্বাক্ষরতি এক অফসি আদশেে ১৬ আগস্ট থকেে ১৩টি ট্রনে চলাচল শুরুর সদ্ধিান্ত নওেয়া হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল থকেে ঢাকা এবং ঢাকার বাইরে বভিন্নি রুটে এই ১৩ জোড়া যাত্রীবাহী ট্রনে চলাচল শুরু হয়ছে।
এদকিে রলে র্কতৃপক্ষ জানয়িছে,ে আন্তনগর ট্রনেরে টকিটি আগরে মতো অনলাইনে ও মোবাইল অ্যাপরে মাধ্যমে বক্রিি করা হব।ে যাত্রার দনিসহ পাঁচ দনি র্পূবে আন্তনগর ট্রনেসমূহরে অগ্রমি টকিটি ইস্যু করা যাব।ে যাত্রীদরে সামাজকি ও শারীরকি দূরত্ব নশ্চিতি করার লক্ষ্যে কোচরে ধারণক্ষমতার শতকরা ৫০ ভাগ টকিটি বক্রিি করা হব।ে আন্তনগর ট্রনেে সকল প্রকার স্ট্যান্ডংি টকিটি সম্পন্ন বন্ধ থাকব।ে
বাংলাদশে রলেওয়ে সূত্র জানায়, র্বতমানরে মোট ১৭ জোড়া ট্রনে চলাচল করছ।ে আজ রলেরে বহরে যুক্ত হলো আরও ১৩ জোড়া ট্রনে। সব মলিয়িে এখন চলাচল করা ট্রনেরে সংখ্যা গয়িে দাঁড়াল ৩০ জোড়ায়।
এই ১৩ জোড়া ট্রনেগুলোর মধ্যে রয়ছে,পদ্মা এক্সপ্রসে, পারাবত এক্সপ্রসে, হাওড়া এক্সপ্রসে, অগ্নবিীণা এক্সপ্রসে, ততিুমীর এক্সপ্রসে, মহানগর এক্সপ্রসে, একতা এক্সপ্রসে, সুন্দরবন এক্সপ্রসে, বজিয় এক্সপ্রসে, উপকূল এক্সপ্রসে, সীমান্ত এক্সপ্রসে, টঙ্গীপাড়া এক্সপ্রসে। এছাড়াও ঢাকা-দওেয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে জামালপুর কমউিটার ট্রনে চালানো হব।