January 7, 2025, 4:27 pm

তহেরানে আমরিাত দূতাবাসরে সামনে বক্ষিোভ, ইসরাইলি পতাকায় আগুন

অনলাইন ডেস্ক
  • Update Time : Sunday, August 16, 2020,
  • 94 Time View

ইসরাইলরে সঙ্গে কূটনতৈকি সর্ম্পক স্বাভাবকি করার প্রতবিাদে তহেরানে অবস্থতি সংযুক্ত আরব আমরিাত দূতাবাসরে সামনে বক্ষিোভ করছেে ইরানরে বশ্বিবদ্যিালয়রে শক্ষর্িাথীরা। গতকাল শনবিার সন্ধ্যায় এই বক্ষিোভ করে তারা। এসময় তারা ইসরাইলরে পতাকায় আগুন ধরয়িে দয়িে প্রতবিাদ জানায়।

ইরানরে শক্ষর্িাথীরা কুদস দখলদার ইসরাইলরে সঙ্গে সর্ম্পক বাতলিরে জন্য আরব আমরিাতরে ওপর চাপ সৃষ্টি করতে মুসলমি বশ্বি ও ইসলামি সহযোগতিা সংস্থা- ওআইসরি প্রতি আহ্বান জানান। বক্ষিোভ সমাবশেে ইরানি শক্ষর্িাথীদরে একটি ববিৃতি পড়ে শোনানো হয়।

এই বক্ষিোভে তহেরান থকেে নর্বিাচতি সংসদ সদস্য সাইয়্যদে মোহসনে দহেনাভওি অংশ ননে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71