বরগুনায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেছেন মোঃ নিজাম উদ্দিন।
রবিবার (১৬ আগষ্ট) সকাল ৯ টায় তিনি এই পদে যোগদান করেন। এর আগে দীর্ঘদিন করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি হুকুম দাতা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তাঁর যোগদানে খুশি হয়েছেন বরগুনার সর্বস্তরের মানুষ।
বরগুনা ভূমি অফিসে দীর্ঘদিন যাবত সুনামের সাথে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে গেছেন রুবাইয়া তাসনিম। বদলি জনিত কারনে খুলনা বিভাগীয় কার্যালয়ে তিনি যোগদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন বলেন, এই পদে দায়িত্ব পেয়ে আমি খুব আনন্দিত। আমি চাই সব সময় মানুষের সেবা করতে। এই পদে থেকে আল্লাহর ইচ্ছায় সেই মনের আশা আমি পুরন করতে পারবো। আমি সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।