সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে বন্দুক ও বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।
রোববার (১৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।
নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সোমালিয়া সরকারের মুখপাত্র মুখতার ওমর জানান, রোববার রাতে হোটেলটিতে থাকা লোকজনকে জিমি করে রাখা বন্দুকধারীরা। পরে তাদের উদ্ধারে আইনশৃংখলা বাহিনী সেখানে যায়। এ সময় দুপক্ষের মধ্যে ৩ ঘণ্টা গোলাগুলি হয়। এ সময় আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
এ সময় অন্তত ১৭ জন নিহত হন। এ সময় ৪ হামলাকারীও নিহত হন বলে সরকারের মুখপাত্র দাবি করেন।
পুলিশ কর্মকর্তা আহমদ বাসান গণমাধ্যমে জানান, এ ঘটনায় আহত ১২ জনের মধ্য দুজন সরকারি কর্মকর্তা, ৩ জন নিরাপত্তাকর্মী, ৪ জন বেসামরিক এবং অজ্ঞাত পরিচয় ৪ জন রয়েছেন।
এলিট নামের ওই বিলাসবহুল হোটেলটি তরুণদের কাছে বেশ জনপ্রিয়।
সোমালিয়ার তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল মুক্তার সংবাদমাধ্যমকে জানান, উদ্ধার অভিযানে হোটেলে আটকে পড়া লোকজনকে দ্রুত বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।