December 24, 2024, 3:14 am

সত্যিই কি গোপনে বাগদান সেরে ফেললেন কাজল

অনলাইন ডেস্ক
  • Update Time : Tuesday, August 18, 2020,
  • 88 Time View

করোনা মহামারিতেও থেমে নেই চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে গুঞ্জন। আর সেটা যদি হয় প্রিয় কোন অভিনেত্রীর। তাহলে তো কথাই নেই। এবার গুঞ্জন উঠলো ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী কাজল আগরওয়ালকে নিয়ে। শোনা যাচ্ছে গোপনেই বাগদান সেরে ফেলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। তারা বলছে, চলচ্চিত্রপাড়ায় জোরালো গুঞ্জন উঠেছে বিলিয়নেয়ার ব্যবসায়ী গৌতমের সঙ্গে গোপনে আংটিবদল করেছেন কাজল আগরওয়াল। এ খবর যদি সত্য হয়, তবে খুব গোপনেই বাগদান সেরেছেন তাঁরা।

গুঞ্জন রয়েছে, ইন্ডাস্ট্রিতে কাজলের ঘনিষ্ঠ বন্ধু বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাসও ওই আয়োজনে উপস্থিত ছিলেন। তাই গুঞ্জনটা আরো বেশি জোড়ালো হচ্ছে। বলা হচ্ছে, লকডাউন শেষ হলেই বিয়ের পিঁড়িতে বসবেন কাজল-গৌতম।

যদিও দক্ষিণী ছবির এই কুইনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে অভিনেত্রীর একটি সূত্র এই খবরের সত্যতা উড়িয়ে দিয়েছে।

কাজল আগরওয়ালকে নিয়ে ভক্তদের আগ্রহের কোন কমতি নেই। তাই তো অভিনেত্রীর বাগদান নিয়ে গুঞ্জন চরমে উঠেছে। বলা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন কাজল। লক্ষ্মী মাচুর নামের এক টিভি শোতে কাজল বলেছিলেন, ২০২০ সালে বিয়ের পরিকল্পনা করছেন।

আর তা হতে পারে পারিবারিকভাবে। কাজল আরো বলেছিলেন, তিনি এমন কাউকে স্বামী হিসেবে চান, যিনি যত্নবান ও আধ্যাত্মিকতায় উদ্ভাসিত। কয়েক বছর ধরে তেলেগু ইন্ডাস্ট্রির রানা দাগ্গুবতি ও প্রভাসসহ অনেকের নাম তাঁর পাশে উচ্চারণ হয়েছে। তবে পরে সেসব গুঞ্জন একেবারেই টেকেনি।

তবে যাই হোক, আগামীতে কাজল আগরওয়ালকে ‘ইন্ডিয়া টু’ ছবিতে দেখা যাবে। তাঁর সর্বশেষ ছবি ‘কোমালি’ বাণিজ্যিকভাবে সফল, চিত্রসমালোচকদেরও প্রশংসা পেয়েছে ছবিটি।

তিনি বারবার বলেছেন, এমন কেউ তাঁর জীবনসঙ্গী হবেন, যিনি চলচ্চিত্র অঙ্গনের বাইরের। গৌতম ব্যবসায়ী। এখন দেখা যাক, গুঞ্জন কি শুধুই গুঞ্জন। না কি সত্যতাও আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71