র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সস্ত্রাসী, চাদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদর গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৯/০৮/২০২০ ইং তারিখ বিকালে জেলার গলাচিপা থানার উলানিয়া বাজার এলাকায় অভিযান চালিয় চাদাবাজির অভিযোগে মোঃ শাহ আলম (৪২), পিতা-মোঃ মতলেব ব্যাপারী, সাং- উলানিয়া ১নং ওয়ার্ড, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে আটক করে। উল্লেখ থাকে যে, আসামী মোঃ শাহ আলম (৪২) গলাচিপা থানা এলাকায় দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে বিভিন্ন লোকের কাছ থেকে
বিভিন্ন সময় প্রতারণা ও বল প্রয়োগের মাধ্যমে চাদা দাবি করে আসছে। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৮ এর একটি আভিযানিক দল মোঃ শাহ আলম (৪২)কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধ ত আসামী তার অপরাধ স্বীকার করে। ধৃত আসামী বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলিয়া অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।ধৃত আসামীকে জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।