কুমিল্লার চান্দিনার স্ট্যান্ড ফর স্টুডেন্ট এসোসিয়েশন
(এসএসএ)এর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় চান্দিনা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ শামস্উদ্দিন ইলিয়াস কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু সালেহ মুসা।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বীন ইয়ামিন জুবায়ের, সাইফুল ইসলাম রাকিব। যুগ্ম দপ্তর সম্পাদক এম.এ মতিন মিয়াজি। নারী সম্পাদিকা মরিয়ম আক্তার। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাপ্পি সরকার। অনলাইন এনগেজড টিম সদস্য সামিয়া হাবিব লাজুক প্রমুখ।
ওসি স্যার এসএসএ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন- এ সংগঠন উপজেলার ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে যা চান্দিনা উপজেলার উচ্চশিক্ষার মানোন্নয়ন কর্মসূচির অংশ। স্যার এসএসএ এর সকল কাজে সবসময় পাশে থাকার নিশ্চয়তা পোষণ করেন। পাশাপাশি এটাও বলেন যেন এসএসএ যাতে মাদক নির্মুলে ও অগ্রণী ভুমিকা রাখে।
এ সময় সংগঠনের সভাপতি মোঃ কামরুল হাসান বলেন, এসএসএ এর লক্ষ্য হলো চান্দিনা উপজেলার উচ্চশিক্ষার মান নিশ্চিত করার জন্য প্রতিটি স্কুল এবং কলেজে ইউনিট গঠন করা। ইউনিট গুলোর ছাত্রছাত্রীদের নিয়ে উপজেলায় ইভটিজিং,বাল্যবিবাহ এবং মাদক বিরোধী কর্মকাণ্ড গ্রহণ করবেন।