পটুয়াখালীর মহিপুরে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সহ ২ জনকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
গতকাল বুধবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এ এস আই বাইজিতের নেতৃত্বে দীর্ঘদিন পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি লতাচাপলীর পুরঘোজা গ্রামের হাসেম হাওলাদারের ছেলে রাকিব কে কুয়াকাটা পৌরসভার ৭ নং ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয়।
অপরদিকে মহিপুরের ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের কাসেম আলী হাওলাদারের ছেলে রাজ্জাক কে নারী ও শিশু নির্যাতন মামলায় কুয়াকাটা চৌরাস্তা থেকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান আসামিদের কে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।