র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাতী, সস্ত্রাসী, চাদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার অগ্রণী ভূমিকা পালন করে আসছে । গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২০/০৮/২০২০ ইং তারিখ বিকালে বরগুনা জেলার আমতলী থানাধীন মহিষকাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে চাদাবাজির অভিযোগে মোঃ দেলোয়ার হোসেন (৩০), পিতা-মোঃ আমির আলী, সাং-কালিবাড়ি, ৯নং ওয়ার্ড, ইউপি-গুলিশাখালী, থানা-আমতলী, জেলা-বরগুনাকে আটক করে। উল্লেখ থাকে যে, আসামী মোঃ দেলোয়ার হোসেন (৩০) আমতলী থানা এলাকায় দীর্ঘদিন ধরে র্যাবের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময় প্রতারণা ও বল প্রয়োগের মাধ্যমে চাদা দাবি করে।
এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল মোঃ দেলোয়ার হোসেন (৩০) কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তার অপরাধ স্বীকার করে। আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়।