শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের দল গঠনে গুরুত্ব পাবে অভিজ্ঞতা, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
করোনার কারণে দীর্ঘদিন মাঠের ক্রিকেটের বাইরে আছে খেলোয়াড়রা। যে কারণে আসন্ন সিরিজে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে দল গঠন করতে চায় বিসিবি। তবে লঙ্কা সফরের আগে ঘোষণা করা হবে প্রাথমিক স্কোয়াড।
শ্রীলঙ্কার মাটিতে পৌঁছাতে টাইগারদের অনুশীলন, প্রস্তুতি ম্যাচ ও ফিটনেস বিবেচনা করে মূল স্কোয়াড দিবেন নির্বাচকরা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর কলম্বোয় তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।