শ্রীলঙ্কা সফর দিয়ে করোনা পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেটে ফিরছে। ঠিক এই সময়ের আগেই জাতীয় দলের ব্যাটিং কোচের পদ ছেড়ে দিলেন নিল ম্যাকেঞ্জি।
এই দক্ষিণ আফ্রিকান কোচ পারিবারিক কারণে চাকরিতে ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে। এর আগে গতকাল ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছিলেন, ম্যাকেঞ্জি শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না। এবার জানা গেল, গতকালই বিসিবিকে চিঠি দিয়ে পদত্যাগ করেছেন তিনি।
ক্রিকবাজকে ম্যাকেঞ্জি বলেছেন, ‘আমি পদত্যাগ করেছি। এর একমাত্র কারণ, পরিবার থেকে দূরে থাকতে চাই না। কোভিড পরিস্থিতি, লম্বা সূচি এবং সব সংস্করণে কাজ করা মিলিয়ে অনেকটা সময় পরিবার থেকে দূরে থাকতে হয়। টাইগারদের হয়ে দায়িত্ব পালনের সময়টুকু আমার দারুণ ছিল।
বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাদা একটি জায়গা সবসময়ই আমার হৃদয়ে থাকবে। এখানে দারুণ কিছু মানুষের সঙ্গে কাজ করতে পেরেও নিজেকে সৌভাগ্যবান মনে করি।’
এদিকে আগামী মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। এই সফরের জন্য বিসিবি এখন ব্যাটিং পরামর্শক খুঁজছে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছেন, ‘তিন-চারজনের সঙ্গে আলোচনা চলছে আমাদের।
শুধু শ্রীলঙ্কা সফরের জন্যই নেওয়া হবে নাকি লম্বা মেয়াদে, সেটি আমরা বসে আলোচনা করে ও তাদের সঙ্গে কথা বলে দ্রুতই ঠিক করে ফেলব। ম্যাকেঞ্জির বাংলাদেশে কাজ করতে আপত্তি নেই। করোনা পরিস্থিতি শেষ হলে ওকে আমরা আবারও পেতে পারি।’