“মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্ত দানে” এই প্রতিপাদ্যকে ধারণ করে বরগুনা ইশা ব্লাড ফাউন্ডেশনের অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২আগস্ট) বেলা ১১ টার দিকে শহরের জিরো পয়েন্ট নূরে হেরা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর দ্বিতীয় তলায় ফিতা কেটে ইশা ব্লাড ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করেন, বরগুনা পৌরসভার প্যানেল মেয়র ও ফাউন্ডেশনটির উপদেষ্টা রইসুল আলম রিপন।
ইশা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জে এম ইমরান হোসেন মনির এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য করেন, দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড’র এর বরিশাল ডিবিশনের বিভাগীয় প্রধান আঃ সালাম, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি হানিফ হোসেন বাবু, ইশা ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা মেজবাহ্ আহমেদ মুকুল, মুফতি মিজানুর রহমান কাশেমী, মাহমুদুল হক মাসুম বিল্লাহ্, কেওরাবুনিয়া এসহাকিয়া আলিম মাদ্রাসার প্রভাষক (ইংরেজি) মোঃ শফিকুল ইসলাম, দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এম.এস রিয়াদ, দ্বীপ্ত টিভির জেলা প্রতিনিধি শাহ্ আলী প্রমূখ।
গত বছরের ১৮ নভেম্বর এই ফাউন্ডেশনটির পথ চলা শুরু হয়। আনুষ্ঠানিকভাবে রক্ত গ্রহীতাদের অতি সহজে প্রয়োজন মিটাতে হাতের নাগালে পেতেই এই দপ্তরটি স্থাপন করা হয়েছে। ইশা ব্লাড ফাউন্ডেশন এর মূল লক্ষ্য মানুষের সেবায় নিবেদিত প্রাণ। রক্তের অভাবে যেনো একটি মানুষও মারা না যান, এমন প্রত্যয়ে সাংগঠনিক এক সুন্দর যাত্রা শুরু করেছে ইশা ব্লাড ফাউন্ডেশন।
উদ্বোধনী ও মতবিনিময় সভার সঞ্চালনা করেন, ইশা ব্লাড ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ হেদায়েতউল্লাহ্।