পটুয়াখালীর গলাচিপা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মো. আনোয়ার হাওলাদার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার গোলখালী ইউনিয়নে ৪নং ওয়ার্ডের কালির চর গ্রামের মৃত এরাজ ওরফে কালু হাওলাদারের ছেলে।
গত ২২ আগস্ট গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার করোনা টেস্টের নমুনা নেয়া হয় এবং গলাচিপা হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় হঠাৎ শ্বাস কষ্ট বেড়ে গেলে শনিবার গভীর রাতে তিনি মারা যান। রবিবার সকাল ১০টায় তাকে তার পারিবারিক কবরস্থানে করোনা প্রটোকলে দাফন করা হয়।
এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, মো. আনোয়ার হাওলাদারের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন হয়েছে।