পটুয়াখালীর মহিপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ রাজ্জাক হাওলাদারকে (৪৫) গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার থানার মুছুল্লীবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া রাজ্জাক হাওলাদার লতাচাপলী ইউনিয়নের মুছুল্লীবাদ গ্রামের ছক্তার হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে মহিপুর থানার এএসআই মোঃ বায়জিত ও তার সঙ্গীয় ফোর্স মুছুল্লীবাদ এলাকা থেকে আসামি রাজ্জাক হাওলাদারকে গ্রেফতার করে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, সাজাপ্রাপ্ত আসামি রাজ্জাক হাওলাদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।