বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মহেশ ভাট আর প্রয়াত অভিনেত্রী জিয়া খানের একটি অন্তরঙ্গ মুহূর্তের পুরনো ভিডিও।
ফুটেজে দেখা যায়, কোনও সিনেমার সেটে দৃষ্টিকটূভাবে জিয়ার হাত ধরে বসে রয়েছেন পরিচালক! মহেশ তার গায়ে হাত দেয়ায় জিয়া যেন অস্বস্তিতে।
এই পুরনো ভিডিও মুহূর্তে ভাইরাল। কথা অস্পষ্ট হওয়ায় পুরো বিষয়টি বোঝা না গেলেও ছবিতে জিয়ার অস্বস্তি ধরা পড়ে। নেটিজেনরাও খুব খারাপ ভাবে মহেশকে আক্রমণ করেন। কেউ লিখেছেন, ‘বাচ্চা মেয়েদের প্রতি আপনার এত আসক্তি।’ কেউ লিখেছেন, ‘এই লোকটাকে পাগলা গারদে পাঠানো উচিত।’
২০১৩ সালের ৩ জুন অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর পর তার মা রাবেয়া আমিন বারবারই বলিউড মাফিয়া, এর অন্দরমহল নিয়ে প্রকাশ্যে প্রশ্ন করেছিলেন। যার কারণে তিনি নাকি মহেশ ভাটের পক্ষ থেকে হুমকিও পেয়েছিলেন। কিন্তু আজও আড়ালে জিয়ার মৃত্যু রহস্য।