পটুয়াখালী সদর উপজেলার ধরান্দী ইউনিয়নের বাখর খাঁ গ্রামের মৃত মোহন্ত দাসের স্ত্রী পূণ্য লক্ষ্মী দাস না ফেরার দেশে চলে গেলেন। আর ফিরবেন না। না ফেরার দেশে সবাইকে ছেড়ে তিনি ওপারে পাড়ি জমালেন। দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকার পরে শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার নিজ বাড়িতে তাঁর দাহকার্য সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে ধরান্দী ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেনসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। শেষ বারের মতো দেখতে গেছেন অনেকেই।