কক্সবাজারের চকরিয়ায় গরু চোর সন্দেহে দুই মেয়ে, এক ছেলে ও মা-কে দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মামলাটি চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারকে ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন বিচারক রাজিব কুমার দেব। একই ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসক ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়কে প্রধান করা হয়েছে। এর আগে গেল শুক্রবার চকরিয়ার হারবাং ইউনিয়নে গরু চুরির অপবাদ দিয়ে একই পরিবারের চারজনকে ঘোরানো হয় জনসমক্ষে। শনিবার এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, ওঠে সমালোচনার ঝড়।