করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী মাস থেকে আবারো শকুন বত্রার নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবিতে দীপিকা পাড়ুকোনের পাশাপাশি রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে। গেল মার্চ মাসেই ছবিটির শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু করোনার পরিস্থিতির কারণে তা বাতিল হয়ে যায়।
ছবির একটি বড় অংশের শুটিং করার পরিকল্পনা ছিল শ্রীলঙ্কায়। করোনার জন্য সেই পরিকল্পনাও বাতিল করেছেন নির্মাতারা।
ঠিক হয়েছে, ওই অংশের শুট হবে গোয়ায়। যদিও বলিউডের বেশ কিছু ছবির শুটিং বিদেশেই হচ্ছে। কিন্তু শকুন এ ক্ষেত্রে বিদেশ যাওয়ার ঝুঁকি নিতে চাননি। ২৫ দিনের শিডিউলের জন্য সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়ায় উড়ে যাবেন দীপিকা, সিদ্ধান্ত, অনন্যারা।
পরিচালকের শেষ ছবি ‘কপূর অ্যান্ড সনস’-এর মতো এটিও রোম্যান্টিক কমেডি। কী ভাবে সাবধানতা অবলম্বন করে শুটিং করা যায় তার প্রস্তুতিতে ছবির টিম।