প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো পরামর্শে বাঙালির মুক্তির সনদ ছয় দফা হয়নি। এটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজস্ব চিন্তার ফসল।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুধবার (২৬ আগস্ট) এ কথা বলেন তিনি।
মুজিব বর্ষ উপলক্ষে ৬ দফা দিবেসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান নামক রাস্ট্রের সংখ্যা গরিষ্ঠ মানুষ বাঙালী হলেও, শিক্ষা দিক্ষা ব্যাবসা বানিজ্য চাকরী সহ সকল সুযোগ সুবিধায় তারা বঞ্চিত ছিলো।
এমন বাস্তবতায় বঙ্গবন্ধু ছয় দফা উত্থাপন করেন। যার প্রধান উদ্যেশ্য ছিল বৈষম্য দূর করা এবং স্বায়ত্তশাসন অর্জন করা। শেখ হাসিনা বলেন, ছয় দফাই ছিল স্বাধীনতার সোপান। চেষ্টা করেও স্বাধীনতা বিরোধীরা ইতিহাসের সত্য মুছে ফেলতে পারেনি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ইতিহাসের সত্যকে অবলম্বন করে বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে গেলেই অর্জিত হবে সেনার বাংলা। এজন্য সবাইকে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।