ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার উপ-শহর নেকমরদ এলাকা থেকে ১৮৯ বোতল ফেনসিডিলসহ ওমর ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
এর আগে গ্রেপ্তারকৃত যুবক নেকমরদ এলাকা দিয়ে নীল রঙের প্লাস্টিক জার্কিনের তলা কেটে এবং সেখানে ধানের গুড়া (তুষ) ও ফেনসিডিল সমন্বয় করে অভিনব কায়দায় রাজধানী ঢাকাতে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে।
অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার তাকে ঠাকুরগাঁও আদালতে সোপর্দ করা হয়েছে।