December 25, 2024, 5:35 pm

GMKS এর প্রধান উপদেষ্টা হলেন শাহ্ আলম সরদার

সঞ্জিব দাস, গলাচিপা, [ পটুয়াখালী ]প্রতিনিধি
  • Update Time : Thursday, August 27, 2020,
  • 124 Time View

পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার অধিক জনপ্রিয় সংগঠন হলো “গলাচিপা মানব কল্যাণ সংস্থা- (GMKS)”

যা ২০১২ ইং সালে বকুলবাড়িয়া ইউনিয়নের হযরত মাওলানা এস,এম সাইফুদ্দিন সালেহী সাহেব প্রতিষ্ঠা করেন।

শুধু হতো দরিদ্রদের সাহায্য করার জন্য এ সংস্থা ,যা সুনামের সাথে দীর্ঘ প্রায় ৯ বছর পরিচালিত হয়ে আসছে।

সংস্থার সাধারন সম্পাদক কবি কে এম তুহিন সাহেবের নির্দেশে গলাচিপা উপজেলার মেধাবী,চিন্তাশীল, আদর্শবাদ, ও ন্যায়নিষ্ঠ লোকদের নিয়ে কার্যত্রুম পরিচালিত হচ্ছে।

আজ ২৬/০৮/২০ ইং সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যদের এবং সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেবের ভোটে-

বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, গলাচিপার লক্ষ জনতার প্রাণ পুরুষ, ছাত্রলীগের সাবেক বিপ্লবী সাধারন সম্পাদক ,বর্তমান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহ্ আলম সরদার সাহেব- গলাচিপা মানব কল্যান সংস্থা-GMKS এর কার্যনির্বাহী উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা নির্বাচিত হন।

সংগঠনের সভাপতি সাহেব বলেন , আমরা সত্যি আনন্দিত যে জননেতা শাহ আলম সরদার সাহেব আমাদের প্রিয় সংগঠনের প্রধান উপদেষ্টা হয়েছেন , সংগঠনের সকল নেতা-কর্মীদের পক্ষ থেকে তাকে প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন ।

গলাচিপার একঝাঁক তরুন মেধাবিদের নিয়ে এ সংগঠন এগিয়ে যাচ্ছে এবং যাবে ইনশা আল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71