December 27, 2024, 11:54 am

একদিনে করোনা সংক্রমণের রেকর্ড ভারতে

অনলাইন ডেস্ক
  • Update Time : Friday, August 28, 2020,
  • 134 Time View

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৭ হাজার ২৬৬ টি নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে। একদিনে আক্রান্তের দিক থেকে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে ১ হাজার ৫৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে।

সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। দেশে এ পর্যন্ত ৩৩ লাখ ৮৭ হাজার ৫০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬১ হাজার ৫২৯ জন। সুস্থতার হার সামান্য বেড়ে ৭৬.২৭ শতাংশ হয়েছে। পজিটিভিটি রেট ৮.৫৭ শতাংশ।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) সূত্রে জানা গেছে, ২৭ আগস্ট বৃহস্পতিবার ৯ লাখ ১ হাজার ৩৩৮ জনের নমুনা পরীক্ষার মধ্য দিয়ে ওইদিন পর্যন্ত ৩ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার ৮৪৮ জনের করোনা পরীক্ষা করা সম্ভব হয়েছে।

সরকারি সূত্রে প্রকাশ, ভারতে বর্তমানে ৭ লাখ ৪২ হাজার ২৩ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মোট ২৫ লাখ ৮৩ হাজার ৯৪৮ জন হাসপাতাল অথবা হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন।

ভারতে করোনাভাইরাসে যে ৬১ হাজার ৫২৯ জনের মৃত্যু হয়েছে তারমধ্যে কেবলমাত্র মহারাষ্ট্র রাজ্যেই ২৩ হাজার ৪৪৪ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৩৫৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৫৭ জন।

এছাড়া তামিলনাড়ুতে ৬,৯৪৮, কর্ণাটকে ৫,২৩২, দিল্লিতে ৪,৩৬৯, অন্ধ্র প্রদেশে ৩,৬৩৩, উত্তর প্রদেশে ৩,২১৭ এবং পশ্চিমবঙ্গে ৩,০১৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এসব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71