পটুয়াখালীর গলাচিপা উপজেলার সোহরাব গাজী (৪৫) ইট ভাটা থেকে শ্রমিকদের দাদন এনে দেওয়ায় দিশেহারা পরিবারটি। সোহরাব গাজী হচ্ছেন উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মৃত হাচন গাজীর ছেলে। সোহরাব গাজী জানান,
২০১৯-২০২০ সনে আমি ঢাকার নারায়ণগঞ্জে একটি ইটভাটার ম্যানেজার হিসেবে আমি কর্মরত ছিলাম। ইট ভাটার মালিকের কাছ থেকে আমাদের এলাকার ৭/৮জন শ্রমিককে দাদন এনে দেই। শ্রমিকেরা দাদন নিয়ে কাজে না যাওয়ায় আজ আমি বিপাকে পড়ে আছি।
ভিটে মাটি বিক্রি করে ইট ভাটার মালিককে দাদনের টাকা গুনতে হচ্ছে আমাকে। দাদনের বেশি পরিমানের টাকাই গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মানুষদের কাছে। এ বিষয়ে নিয়ে নেছার গাজী জানান, দাদনের টাকা গুনতে গিয়ে সোহরাব গাজী এবং তার পরিবারটি আজ দিশেহারা।