একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাশিল্পী, ঔপন্যাসিক ও সাংবাদিক রাহাত খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় মারা যান তিনি। রাহাত খান দীর্ঘদিন ধরে হৃদরোগ,
কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এদিকে সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ শনিবার সকালে পৃথক শোকবার্তায় তারা তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।