গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর এলাকার মো. জহিরুল ইসলাম খলিফা (৩৬) নামের এক ব্যবসায়ীর লাশ বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গলাচিপা থানা পুলিশ ও স্বজনদের সূত্রে জানাগেছে, গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের মো. রুহুল আমিন খলিফার ছেলে ব্যবসায় মো. জহিরুল ইসলাম। শনিবার রাতে জহিরের সাথে তার স্ত্রী জুবায়দার শেষ বারের মত মোবাইল ফোনে কথা হয়েছিল। তখন জহির তার স্ত্রীকে বলেন, ‘দোকান বন্ধ করে বাড়ি আসছি।’
এর পর থেকে জহিরের ফোন বন্ধ থাকে। রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে তার চাচা (জহিরের) জাসরুল খলিফা বাড়ির পুকুর পাড়ে গেলে সেখানে জহিরের লাশ ভাসতে দেখে সবাইকে খবর দেয়। এসময় জহিরের ব্যবহৃত পায়ের জুতা পুকুরের ঘাটের বেঞ্চের পাশে রাখা এবং ঘাটে বাচ্চার ওষুধ ও খাবার রাখা ছিল। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়ে দেয়।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ী জহিরের ভাসমান লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর রহস্য এখনো উদঘাটন করা যায়নি। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।’