December 23, 2024, 11:30 am

পটুয়াখালী র‍্যাব-৮ কতৃক ভুয়া ডাক্তার গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক।
  • Update Time : Sunday, August 30, 2020,
  • 220 Time View

 

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সস্ত্রাসী, চাদাবাজ, জঙ্গি, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, সাইবার অপরাধী, ভুয়া ডাক্তার ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ৩০ শে আগস্ট বিকেলে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কাশিপুর বাজারে অভিযান চালিয়ে একজন ভুয়া ডাক্তার অপু কুমার (নয়ন) (৩০), পিতা-মৃত অভিনাষ চন্দ্র শীল, সাং-মহাশ্রাদ্দি, থানা-বাউফল, জেলা-পটুয়াখালীকে আটক করা হয় । আটককৃত ব্যক্তি চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার পেশাদারী ডিগ্রী অর্জন না করেও নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছে ।

উল্লেখ্য, আটককৃত অপু কুমার (নয়ন) (৩০) মানবিক বিভাগ থেকে মাস্টার্স পাস করে নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘ দিন যাবত সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি চৌকস অভিযানিক দল অপু কুমার (নয়ন)কে আটক করে এবং এ সময় তার কাছ থেকে ভিজিটিং কার্ড, চিকিৎসা ব্যবস্থাপত্রের প্যাড এবং সার্জারি করার উপকরণ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তার অপরাধ স্বীকার করে। এ সময় ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল,

পটুয়াখালীর মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাজহারুল ইসলাম জনি আটককৃত অপু কুমার (নয়ন) (৩০) কে ভুয়া ডাক্তার হিসেবে মতামত দেন। আটককৃত ভুয়া ডাক্তারকে জেলার বাউফল থানায় হস্তান্তর এবং এ প্রেক্ষিতে ধৃত ভুয়া ডাক্তারের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে একটি মামলা দায়েরে প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71