২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউএ শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় আইভী রহমানসহ নিহত শহীদদের স্মরণে ও আত্মার মাগফিরাত কামনা করে এবং ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য,
আইটি ইঞ্জিনিয়ার এস.এম শাহজাদা সাজু এমপি ও তার পরিবারের সকলের রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমখোলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. মোতালেব আকন এর অর্থায়নে আমখোলা ইউনিয়নের ২০টি মসজিদ ও মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার যোহরের নামাযের পরে আকন বাড়ি মসজিদসহ ইউনিয়নের ২০টি মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলে আমখোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে দোয়া করেন। এ সময় মো. মোতালেব আকন বলেন, আমখোলা ইউনিয়নের ২০টি মসজিদে ও মাদ্রাসায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ও এমপি মহোদয় এবং তার পরিবারের সকলের রোগ মুক্তির কামনায় আমখোলা ইউনিয়ন শ্রমিকলীগের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন আমখোলা ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগণ।