পটুয়াখালীর গলাচিপায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. নুর আলম জিকো। সোমবার বেলা সাড়ে ১১টায় হরিদেবপুর বাস স্ট্যান্ডে এ সংবাদ সম্মেলন করা হয়। তিনি বলেন, একটি কূচক্রী মহল আমাকে নিয়ে সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেন।
যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। তিনি আরও বলেন, আমি গোলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য, সাবেক ছাত্রলীগ সভাপতি গোলখালী ইউনিয়ন, সাবেক যুবলীগের সভাপতি গোলখালী ইউনিয়ন থাকায় এবং বর্তমানে গোলখালীর মাটি ও মানুষের সাথে মিশে থাকায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরায় একটি স্বার্থেন্বেষী মহল আমার পিছু ছাড়ছে না।
আমি আপনাদের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই গোলখালী ইউনিয়নে আমার পাবলিকেশনের ভিতরে জমি জমাকে কেন্দ্র করে সামান্যতম স্বার্থ থাকলে আমি রাজপথে আর রাজনীতি করব না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গোলখালী ইউনিয়নকে সুন্দররূপে সাজানোর জন্য কাজ করে যাচ্ছি নিরলসভাবে।
করোনাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেব ইনশা আল্লাহ। এ সময়ে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।