পটুয়াখালীর গলাচিপায় করোনা পরিস্থিতি মোকাবেলায় তৃণমূল পর্যায়ে উপকূলীয় বনায়ন ও পুনঃবনায়নে কমিউনিটিভিক্তিক অভিযোজন কর্মসূচী এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন সুফলভোগীদের মাঝে রুই মাছের পোনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার রুই মাছের পোনা বিতরণ করেন।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ও আইসিবিএএআর প্রকল্প প্রতিনিধি মো. আবুল হাশেম, বন সংরক্ষক কর্মকর্তা মো. মশিউর রহমানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিটি সুবিধা ভোগীদেরকে ৮ কেজি রুই মাছের পোনা দেয়া হয়েছে। বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশের অর্থনৈতিক চাকা বৃদ্ধি করার জন্য সকলকে কৃষি, মৎস্য সবজী ও বনায়নে উদ্বুদ্ধ হয়ে আর্থিক অগ্রগতির আহবান জানান। তিনি আরও জানান, আপনারা সকলে নিজ উদ্যোগে কাজ করবেন। কাজের কোন বিকল্প নাই। আপনাদের যার যে পরিমান জমি আছে সেখানেই আপনার চাষাবাদ করে নিজে স্বাবলম্বী হয়ে অন্যকে উৎসাহিত করুন।