December 23, 2024, 8:07 am

পটুয়াখালী বিআরটিএ কতৃক পরিবহন মালিক শ্রমিকদের জনসচেতনতা মূলক পোস্টার ও লিফলেট বিতরন।

নিজেস্ব প্রতিবেদক।
  • Update Time : Tuesday, September 1, 2020,
  • 713 Time View

 

করোনা ভাইরাস ( কোভিড-১৯) প্রতিরোধ ও মোকাবেলায় গণপরিবহনের মালিক ও চালকদের জন্য অনুসরণীয় বিষয়াদি নিয়ে জেলা বিআরটিএ কতৃক জনসচেতনতা মূলক পোস্টার ও লিফলেট বিতরন করা হয়। মোট নয়টি বিষয় লিফলেটে উল্লেখ রয়েছে, এর মধ্যে প্রতিবার মোটরযান ছেরে যাবার পূর্বে মোটরযানের ভিতরসহ সবকিছু ( মেঝে,দরজার হাতল,হ্যান্ডেল,স্টিয়ারিং হুইল ইত্যাদি) পরিস্কার এবং জীবাণুমুক্ত করার স্প্রে ব্যবহার করা,গাড়ির সিট ও সিটকভার নিয়মিত পরিস্কার -পরিচ্ছন্ন রাখা।

চালক/কন্ডাকটর / হেলপারগণের ব্যাক্তিগত সুরক্ষার জন্য হাতে গ্লাভস, মুখে মাস্ক পরিধান করা। প্রয়োজনে সুরক্ষা পোশাক পরিধান করা। কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান পানি অথবা জীবাণুনাশক দিয়ে বার বার দু হাত ধৌতকরণসহ শ্রমীক তথা যাত্রীদের নিরাপদ যাতায়াতের লক্ষ্যে করোনা ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় সকল দিকনির্দেশনা দিয়ে এ লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়। এ সময় জেলা বিআরটিএ সহকারী পরিচালক আঃ জলিল মিয়া,

মটরযান পরিদর্শক মোঃ সাইফুর রহমান, উচ্চমান সহকারী মোশারেফ হোসেন, ও হাসান মাহমুদ ফোরকান সাংগঠনিক সম্পাদক জেলা শ্রমীকলীগ সহ বিআরটিএ অফিস স্টাফ সহ মালিক শ্রমিকরা উপস্থিত ছিলেন। সকাল আনুমানিক ১১ঃ০০ ঘটিকার সময় শহরের নতুন বাস স্ট্যান্ডে এ সচেতনতা মূলক কার্যক্রম প্রায় ঘন্টাব্যাপি চলে। এ সময় পরিবহন মালিক,শ্রমিক,

ও সাধারণ যাত্রিদের এ দিকনির্দেশনার আওতায় এসে পরিবহনে যাতায়াত করার আহবান জানান। বিআরটিএ কতৃপক্ষ বলছে তাদের এমন কার্যক্রম চলমান রয়েছে, আগামীতে ও শুধু করোনা কালিন নয়, যাত্রী সাধারণকে নিরাপদে যাতায়াতের লক্ষ্যে বিআরটিএর বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71